Krave Academy Logo Krave Academy

Mridul Bhattacharjee

Senior Software Architect at Ericsson | Instructor at Krave Academy

Krave Academy গর্বের সঙ্গে স্বাগত জানাচ্ছে Mridul Bhattacharjee-কে—একজন অভিজ্ঞ Full Stack Developer, problem solver এবং আজীবন tech enthusiast, যিনি দশ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী cutting-edge web application তৈরি করে আসছেন। Back-end ও front-end উভয়ের উপর দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক হিসেবে, মৃদুল আমাদের শিক্ষার্থীদের জন্য এক অনন্য সম্পদ।

গ্লোবাল অভিজ্ঞতা, লোকাল মনোভাব

বর্তমানে Tallinn, Estonia-তে Ericsson-এ Software Engineer হিসেবে কর্মরত Mridul, বিশ্বের অন্যতম বৃহৎ টেলিকম টেক কোম্পানিতে গুরুত্বপূর্ণ সফটওয়্যার সলিউশন নিয়ে কাজ করছেন। এর আগে তিনি United Arab Emirates, Canada এবং Bangladesh-এ কাজ করেছেন Bucketlist City, RealtyBloc Solutions, এবং Systway-এর মতো প্রতিষ্ঠানে।

Startup থেকে enterprise—সব ধরনের প্রকল্পে কাজ করে, তিনি tourism, healthcare এবং real estate খাতে স্কেলযোগ্য, user-centric ও efficient সিস্টেম তৈরি করেছেন।

কেন তিনি আলাদা?

Mridul শুধু কোড লেখেন না—তিনি সমাধান তৈরি করেন। তার পেশাগত যাত্রায় তিনি কাজ করেছেন:

  • Project Management & Technical Planning
  • Client Communication & Team Leadership
  • System Design & Full-Stack Development

তিনি নিজেই বলেন, তিনি এখনো “Caterpillar (PHP) থেকে Pupa (JavaScript) হয়ে Butterfly (Node)-এ ট্রান্সফর্ম করছেন”—যা তার উন্নয়নের ধারাবাহিকতা এবং শেখার আগ্রহ প্রকাশ করে।

Tech Stack Expertise

  • Languages & Frameworks: PHP, JavaScript, Laravel, React.js, Vue.js, Node.js
  • Databases: MySQL, MongoDB, SQL
  • CMS & Platforms: WordPress, Drupal, Shopify
  • Cloud & DevOps: AWS, Firebase, Linux
  • Tools: Webpack, Gulp, NPM, Git
  • Principles: OOP, MVC, RESTful APIs, Agile & Scrum

তিনি যেমন Bucketlist City-র মতো ট্যুরিজম প্ল্যাটফর্মের উন্নয়ন করেছেন, তেমনি Canadian Real Estate Association (CREA)-এর সাথে কাজ করেছেন তাদের Data Systems নিয়ে।

Krave Academy-তে ভূমিকা

Krave Academy-তে Mridul শেখান:

  • Full Stack Web Development
  • Modern JavaScript Frameworks
  • Backend Architecture

তার কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা, যাতে শিক্ষার্থীরা:

  • বাস্তব টুলস ব্যবহার করে industry-ready project তৈরি করতে পারে
  • client-side এবং server-side development দুটোই ভালোভাবে বুঝতে পারে
  • secure এবং scalable কোড লেখার best practices শিখতে পারে
  • freelancing বা remote job-এর জন্য নিজেকে প্রস্তুত করতে পারে

প্রথমবার app বানাচ্ছেন, নাকি স্কিল আপগ্রেড করছেন—Mridul-এর সহজবোধ্য, বাস্তবভিত্তিক শেখানোর পদ্ধতি আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে।

কেন শেখা উচিত Mridul Bhattacharjee-এর কাছে?

  • ১২+ বছরের অভিজ্ঞতা, ৩টি মহাদেশে কাজের অভিজ্ঞতা
  • LAMP এবং JAM stacks-এ গভীর দক্ষতা
  • coding, planning, leadership ও design—সকল ক্ষেত্রে দক্ষ
  • জটিল টপিকগুলো সহজ করে শেখাতে পারদর্শী
  • বন্ধুত্বপূর্ণ, হাস্যরসপ্রিয় এবং শিক্ষার্থী-প্রধান মানসিকতা সম্পন্ন

মজার তথ্য

কোড লেখার বাইরেও Mridul নিজেকে বলেন “Retired Nerd”—যিনি ভালোবাসেন বই, সিনেমা, ইতিহাস, ভ্রমণ এবং অবশ্যই black coffee। তার শিক্ষার্থীরা বলেন, তার ক্লাসের পরিবেশ যেনো terminal-এর ভেতরে এক কাপ চায়ের গল্প!