Krave Academy গর্বের সঙ্গে স্বাগত জানাচ্ছে Mridul Bhattacharjee-কে—একজন অভিজ্ঞ Full Stack Developer, problem solver এবং আজীবন tech enthusiast, যিনি দশ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী cutting-edge web application তৈরি করে আসছেন। Back-end ও front-end উভয়ের উপর দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক হিসেবে, মৃদুল আমাদের শিক্ষার্থীদের জন্য এক অনন্য সম্পদ।
বর্তমানে Tallinn, Estonia-তে Ericsson-এ Software Engineer হিসেবে কর্মরত Mridul, বিশ্বের অন্যতম বৃহৎ টেলিকম টেক কোম্পানিতে গুরুত্বপূর্ণ সফটওয়্যার সলিউশন নিয়ে কাজ করছেন। এর আগে তিনি United Arab Emirates, Canada এবং Bangladesh-এ কাজ করেছেন Bucketlist City, RealtyBloc Solutions, এবং Systway-এর মতো প্রতিষ্ঠানে।
Startup থেকে enterprise—সব ধরনের প্রকল্পে কাজ করে, তিনি tourism, healthcare এবং real estate খাতে স্কেলযোগ্য, user-centric ও efficient সিস্টেম তৈরি করেছেন।
Mridul শুধু কোড লেখেন না—তিনি সমাধান তৈরি করেন। তার পেশাগত যাত্রায় তিনি কাজ করেছেন:
তিনি নিজেই বলেন, তিনি এখনো “Caterpillar (PHP) থেকে Pupa (JavaScript) হয়ে Butterfly (Node)-এ ট্রান্সফর্ম করছেন”—যা তার উন্নয়নের ধারাবাহিকতা এবং শেখার আগ্রহ প্রকাশ করে।
তিনি যেমন Bucketlist City-র মতো ট্যুরিজম প্ল্যাটফর্মের উন্নয়ন করেছেন, তেমনি Canadian Real Estate Association (CREA)-এর সাথে কাজ করেছেন তাদের Data Systems নিয়ে।
Krave Academy-তে Mridul শেখান:
তার কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা, যাতে শিক্ষার্থীরা:
প্রথমবার app বানাচ্ছেন, নাকি স্কিল আপগ্রেড করছেন—Mridul-এর সহজবোধ্য, বাস্তবভিত্তিক শেখানোর পদ্ধতি আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে।
কোড লেখার বাইরেও Mridul নিজেকে বলেন “Retired Nerd”—যিনি ভালোবাসেন বই, সিনেমা, ইতিহাস, ভ্রমণ এবং অবশ্যই black coffee। তার শিক্ষার্থীরা বলেন, তার ক্লাসের পরিবেশ যেনো terminal-এর ভেতরে এক কাপ চায়ের গল্প!